বাংলাদেশ-মায়ানমার সীমান্ত সুরক্ষিত রাখলে দেশ ইয়াবা প্রবেশ করতে পারতোনা
শনিবার ২৩ জুন, ২০১৮ ৮:০৮ অপরাহ্ন
1521 বার এই নিউজটি পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:: বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত খুবই কাছাকাছি হওয়াই খুব সহজে ইয়াবা সরবরাহ করেতে পারে পুরো বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীরা। সকলের মনে প্রশ্ন জাগে,এত বি জি বি,কোস্ট গার্ড,পুলিশ,নৌ বাহীনি ও র্যাব থাকার পরেও কেমনে আসে এই ইয়াবা চালান গুলো? নিশ্চয় জবাব টা কারো কাছে নেই।সকলের একটায় দাবী, প্রশাসন যদি চাইতো তাহলে একটা ইয়াবাও বাংলাদেশে প্রবেশ করতে পারতোনা,জড়াতেন না বাংলার মানুষ সেই প্রাণ নাশের মত ব্যবসায়। জনমনে শুধু একটা প্রশ্ন থেকে যায়, সীমান্ত সুরক্ষিত রাখলে ক্রসফায়ারের কোনো প্রয়োজন হতো কী?
সীমান্ত সুরক্ষিত রাখলে দেশে ইয়াবার চালান আসতে পারতোনা,দেশের মানুষ জড়াত না সেই ইয়াবা নামক ব্যবসায়।প্রাণ হারেতে হতোনা একরাম কমিশনারের মত নিরপরাধ লোকদের। ক্রসফায়ারের লিস্টে উঠতে হতো না সেই মানুষদের নাম। জনগনের দাবী,আগে সীমান্ত সুরক্ষিত করা হউক,যেন একটাও ইয়াবা চালান যেন দেশের কোথাও প্রবেশ করতে না পারে।তাহলে দেশের মানুষ এই ব্যবসায় জড়াতে পারবেনা।সুন্দর এবং সাফল্যের সাথে জীবন অতিবাহিত করতে পারবে পুরো বাংলাদেশের মানুষ।