ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতী ফজলুল হক আমিনী বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বাংলাদেশে ইসলামী আদর্শের বাস্তবায়ণ তো দূরের কথা এটি যে মুসলমানদের দেশ তাও স্বীকার করে না।
বৃহস্পতিবার বিকেলে লালবাগ মাদ্রাসায় ‘মাহে রমযান ও পবিত্র কুরআন’ শীর্ষক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এই সরকারের কোনো কোনো মন্ত্রী পরিস্কার ভাষায় বলছেন যে “বাংলাদেশ মুসলমানদের দেশ নয়”। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলমান সংখ্যাগরিষ্ট দেশকে যারা মুসলমান দেশ বলতে লজ্জা পায়, সেই দল হলো শেখ হাসিনার আওয়ামী লীগ। আর তাদের শাসনই আল্লাহর গজব হিসেবে আমাদের উপর চেপে বসেছে।আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় শেখ হাসিনা ইসলামের কথা বলে এবং হেজাব দিয়ে মাথা ঢেকে মায়া কান্নাই করলে তাতে দেশের জনগণ আর বিভ্রান্ত হবে না বলেও মন্তব্য করেন মুফতী আমিনী।
তিনি আরো বলেন, সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দেয়া, কুরআন বিরোধী নারীনীতি ও ইসলামবিরোধী শিক্ষানীতি করা, ইসলাম-কুরআন-হাদীস ও শরীয়তের বিরুদ্ধে সরকারি পর্যায় থেকে একের পর এক বক্তব্য বিবৃতি ও পদক্ষেপ গ্রহনের পর আমাদের বুঝতে বাকি নেই যে এই সরকার মুসলমান এব ইসলমের দুষমন। আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী।
এই সরকারের সকল অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ঈদের পরে কঠিন আন্দোলনে ঝাপিয়ে পরার আহবান জানান তিনি।
Leave a Reply