বন্য হাতির আক্রমণে নিহত অভিভাবকদের ক্ষতিপূরণ
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও/ কক্সবাজার উত্তর বন বিভাগে বন্য হাতির আক্রমণে নিহত ৩ জনের অভিভাবকের নিকট ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ৮ অক্টোবর দুপুরে কক্সবাজারস্থ উত্তর বন বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে ডিএফও এম.এ. খালেক খাঁন সংশ্লিষ্টদের মধ্যে এ চেক বিতরণ করেন। বন্য হাতির আক্রমণে নিহতদের পক্ষে চেক গ্রহণ করেন ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন কালিরছড়া শিয়া পাড়ার বেলাল উদ্দিন এবং ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন চকরিয়ার কাঁকারা এস.এম.চর ফুলের ছড়ার মৃত মোস্তফা আহম্মদের পুত্র মোহাম্মদ ইউনুছ ও কৈয়ারবিল ৭নং ওয়ার্ড ইসলাম নগরের মৃত আমির হামজার পুত্র আমান উল্লাহ। এদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকার ৩টি চেক বিতরণ করা হয়। এ সময় মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা এস.এম. আবুল কালাম খন্দকার, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা শেখ মতিউর রহমান সহ বন বিভাগ ও ক্ষতিগ্রস্তদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ক্ষতিগ্রস্তদের পক্ষে চেকপ্রাপ্ত উল্লেখিত ৩ জন বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের নিকট আবেদন করলে তিনি তা মঞ্জুর করে ক্ষতিগ্রস্তদের চেকের ব্যবস্থা করতে বিভাগীয় বন কর্মকর্তা কক্সবাজার (উত্তর) কে নির্দেশ দেন।
Leave a Reply