কারিনা কাপুর এখন বলিউডের অন্যতম সেরা নায়িকা। অভিনয়, ফ্যাশন, শারীরিক গঠনসহ একাধিক কারণে তিনি বলিউডের আইকন। অনেকেই তার সম্পর্কে জানতে চান। জানতে চান কীভাবে নিজেকে জিরো ফিগার থেকে আল্ট্রা স্লিম করেছেন, কীভাবে দেহের এই কাঠামো নিয়ন্ত্রণ করছেনসহ আরও অনেক কিছু। আর তা জানাতেই কারিনা আসছে ডিসেম্বরে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। যেখানে থাকছে কারনার পুরো জীবনী। তার ফ্যাশন জ্ঞান, ইয়োগা চর্চা, পর্দায় নিজেকে উপস্থাপনের কৌশল, ফিটনেস টিপস, সৌন্দর্যের রহস্য, সাইফের সঙ্গে প্রেমসহ একাধিক ঘটনা উল্লেখ করেছেন এই বইয়ে। বইটিতে আরও থাকবে কীভাবে নিজেকে বলিউডের শীর্ষস্থানে নিয়ে এসেছেন। ছোটবেলারও অনেক ঘটনা থাকবে। থাকবে বলিউডে পথ চলার ঘটনা। বইয়ের একটা বড় অংশ জুড়ে থাকবে ফটো ফিচার, যেখানে বিশেষ করে সাইফ ও কারিনার অন্তরঙ্গ ও ব্যক্তিগত অনেক ছবিই প্রকাশ করা হচ্ছে। যা এর আগে কেউ দেখেনি। আগামী মাসেই বইটি বাণিজ্যিকভাবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন কারিনা।
Leave a Reply