ফ্লাইওভার ভেঙ্গে মানুষ মৃত্যুর ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে-আমীর খসরু মাহমুদ
Reporter Name
সংবাদ প্রকাশের সময় :
রবিবার, ২৫ নভেম্বর, ২০১২
১৫৯
বার এই সংবাদটি পড়া হয়েছে
নিউজবিডি৭১ডট কম
নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী রোববার দুপুরে বহদ্দারহাটে সিডিএর নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন,বহদ্দারহাটে ফ্লাইওভার ভেঙ্গে মানুষ মৃত্যুর ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,এ দুর্ঘটনা মর্মান্তিক,হৃদয় বিদারক। কিন্তু প্রশ্ন হচ্ছে,এ দুর্ঘটনা প্রথমবার হয়নি। তৃতীয় বারের মত দুর্ঘটনা ঘটেছে। আমরা শুনেছিলাম,প্রথমবার
দুর্ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমরা জেনেছি, ফ্লাইওভারের প্রকল্প পরিচালক হিসেবে যিনি আছেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট মামলাও আছে। তা সত্ত্বেও তিনি কার্যক্রম চালিযে যাচ্ছেন।
তিনি বলেন, ফ্লাইওভারের কাজের মান নিয়ে প্রশ্ন আছে। এরপরও ওই প্রকল্প পরিচালক পদে থাকেন কিভাবে
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন,সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমসহ অন্যান্য নেতাকর্মী।
চট্টগ্রামে নির্মাণাধীন ফ্লাইওভারের ভেঙে পড়া কংক্রিট কাঠামোর নিচ থেকে রোববার সকাল পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বহদ্দারহাটে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক,যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
Leave a Reply