বৃহস্পতিবার ২৩ আগস্ট, ২০১৮ ১০:৫৩ অপরাহ্ন
1453 বার এই নিউজটি পড়া হয়েছে
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … ঈদের দিন হ্নীলা ফুলের ডেইল গ্রামের মৃত সৈয়দ আলমের ছেলে মাদক ব্যবসায়ী রাসেলকে (২০) টেকনাফ র্যাব-৭ অভিযান চালিয়ে ৯ লক্ষ ৯০ হাজার টাকার মূল্যমানের ১ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মেজর মেহেদী হাসান জানান, ‘২২ আগস্ট বুধবার দুপুর পৌনে ২টার দিকে র্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১ গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং আমতলী রাস্তার র্প্ব পাশে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে এক মাদক ব্যবসায়ীকে ১হাজার ৯৮০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৯ লক্ষ ৯০ হাজার টাকা। আটককৃত আসামি দীর্ঘ দিন ধরে টেকনাফসহ কক্সবাজারে বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছে। ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’। ##