হারুনর রশিদ, মহেশখালী/
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে জলদস্যু কতৃক ডাকাতির শিকার ট্রলারে মাঝি মাল্লারা হাসপাতালে। ২৪ ঘন্টা পরও নিঁেখাজ জেলের সন্ধান মিলেনি। ভাসমান ট্রলারটি কুলে ফিরে এনেছে অপর একটি ট্রলার। ট্রলারের মালিক সুত্রে জানাযায়, ৭দিন পূর্বে মাছধরতে গিয়ে বঙ্গোপসাগর থেকে কুলে ফিরার পথে মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের নলবিলা গ্রামের নুরুল আবচার কোং মালিকানাধীন এফ বি ভাই ভাই যায় সোনাদিয়া চ্যানেলের নিকট ২৫ নভেম্বর সকালে ডাকাতের শিকার হয়। এসময় ডাকাতরা তাদের প্রহার করে এবং একজন জেলে নিঁেখাজ রয়েছে। গভীর রাতে ভাসমান অবস্থায় ডাকাতি কবলিত ট্রলারটি এফ বি ভাই ভাই ট্রলার দেখতে পেয়ে কূলে নিয়ে আসে এবং ডাকাতের প্রহারে আহত মাঝি মাল্লাদের মহেশখালী হাসপাতলে ভর্তি করে। আহত ট্রলারের মাঝি আবুল কাছিমের কানে রক্ত ক্ষরণ হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক। আলী আহাম্মদ (৪৫) নামের এক নিখোজ জেলের এখনো সন্ধান পাওয়া যায়নি। ডাকাতরা ট্রলারটিকে হানা দেওয়ার পূর্বে চট্টগ্রামের পাথর ঘাটা এলাকার এফবি শফি আলম নামের আর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রলার ডাকাতি করে ঐ ট্রলারের মাঝি মাল্লাদের মহেশখালীর নুরুল আবচারের মালিকানাধীন এফ বি ভাই ,ভাই নামক ট্রলারের উপর ঊঠিয়ে দেয়। ডাকাতের লুট পাঠের সময় একজন জেলে একটি মোবাইল লুকিয়ে রাখে। ডাকাতরা চলে যাওয়ার পর মোবাইল নিয়ে ট্রলার মালিককে সংবাদ দেয়। জলদস্যুদের প্রহারে আহতরা হলেন মোঃ কাছিম মাঝি (৪৫) আব্দুল জব্বার (৩০) কাছিম আলী,(৩৭) মকবুল আহাম্মদ, সোনামিয়া।সংবাদ পেয়ে কোষ্টগার্ড়ও পুলিশ সোনাদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করলেও কোন জলদস্যুকে গ্রেপ্তার করতে পারেনি। ডাকাতরা ট্রলারটি জাল, খাদ্যদ্রব্য নিয়ে যায়। ট্রলারের অপররাপর মাঝি মাল্লারা জানিয়েছে সোনাদিয়া এলাকার পেশাদার জলদস্যু হল সোনা দিয়া সোনাদিয়া পশ্চিম পাড়া এলাকার সিরাজ মিয়ার পুত্র সরওয়ার মিয়া, আব্দুল আরীমের পুত্র জাহাঙ্গির,সোলতান মিয়ার পুত্র কামাল, আব্দুল নবীর পুত্র শাহাব উদ্দিন, ইউনুচ ওরপে টুনুর পুত্র আলমগীর, ফারুক মিয়ার পুত্র নুর হোসন, আব্দুছালামের পুত্র জসিম, বধূর মিয়ার পুত্র রহিম, নুরুল ইসলামের পুত্র আবুবক্কর, পূর্ব পাড়া এলাকার বাহাদুর মিয়ার পুত্র সরওয়ার ওরপে বতইল্য, বদি আলমের পুত্র আনজু ,এখলাজ মেম্বারের পুত্র মোকারম হোসেন জাম্বু, মোজাফ্ফরের পুত্র ফারুক,ছোট মহেশখালী তেলী পাড়া গ্রামের শহিদুল্লা।
Leave a Reply