উখিয়ার সমুদ্র উপকুলের রূপপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ছাদ ধ্বসে ৩য় শ্রেণীর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত ছাত্রীর নাম সাবিনা আক্তার (১০) । সে ওই গ্রামের আব্দুল গফুরের মেয়ে। গত কাল ২৯ আগষ্ট সকাল ১০ টায় জরাজীর্ণ ভবনের ছাদের অংশ খসে পড়েলে স্কুল ছাত্রী সাবিনা আক্তারের মাথায় পড়লে সে গুরুতর আহত হয়।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে রূপপতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জরার্জীণ ভবনে ছাত্র ছাত্রীরা লেখা পড়া করে আসছে। এ বিষয়ে ইতিপূর্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করেও কোন কাজ হয়নি। বিদ্যালয়টির সংস্কার করা না হলে ভবিষ্যতে বড় ধরণের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply