এটি এন ফায়সাল , টেকনাফ /
সারা দেশের মত সীমান্ত উপজেলা টেকনাফে শুরু হল শিক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট পরীক্ষা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (ইএসসি) পরীক্ষা-২০১২। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে-এবারে টেকনাফ উপজেলায় ১১ টি কেন্দ্রে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮১৬ জন পরীক্ষার্থী অংশ নেবার কথা রয়েছে। তম্মধ্যে ১০০ টি প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রীসহ মোট ২৭৫৪ জন পরীক্ষার্থী। অন্যদিকে ২৩ টি মাদ্্রাসার ছাত্র-ছাত্রীসহ মোট ১০৬২ জন পরীক্ষার্থী। ১০০ টি প্রাইমারী স্কুল এবং ২৩ টি মাদ্্রাসা মিলে মোট পরীক্ষার্থী ৩৮১৬। ২০১১ সনে পরীক্ষার্থীর সংখ্যা অংশগ্রহনকারী পরীক্ষার্থী ছিল ৩,০৯৪ জন। গত বছরের চেয়ে এ বছর ৭২২ জন পরীক্ষার্থী বেশি। আজ বুধবার এই পরীক্ষা এক যোগে শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর বৃহষ্পতিবার শেষ হবে। পিএসসিতে ২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজী, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ, ২৮ নভেম্বর পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৯ নভেম্বর ধর্ম এবং ইবতেদায়ীতে ২১ নভেম্বর গণিত, ২২ নভেম্বর বাংলা, ২৬ নভেম্বর ইংরেজী, ২৭ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৮ নভেম্বর আরবী, ২৯ নভেম্বর কোরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। টেকনাফ উপজেলায় এবারের ১১টি কেন্দ্র হচ্ছে-হোয়াইক্যং আলি আছিয়া হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুল, লেঙ্গুরবিল সরকারী প্রাইমারী স্কুল, সাবরাং সরকারী প্রাইমারী স্কুল, শাহপরীরদ্বীপ সরকারী প্রাইমারী স্কুল, সেন্টমার্টিনদ্বীপ সরকারী প্রাইমারী স্কুল, শামলাপুর সরকারী প্রাইমারী স্কুল, বড় ডেইল সরকারী প্রাইমারী স্কুল, টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুল ও হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্রাসা। প্রত্যেক কেন্দ্রে একজন কেন্দ্র সচিব একজন হল সুপার, একজন সহকারী হল সুপার, প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য একজন কওে ইনভিজিলেটর নিয়োজিত থাকার নিয়ম রয়েছে। হোয়াইক্যং হাইস্কুল কেন্দ্রে ১২টি স্কুলের ৩৮৪ জন ও ১টি মাদ্রাসার ৭৯ জন মোট ১৩টি প্রতিষ্ঠানের ৪৬৩ জন,নয়াবাজার হাইস্কুল কেন্দ্রে ৮টি স্কুলের ১৮৯ জন ও ৩টি মাদ্্রাসার ১৩১ জন মোট ৩২০ জন, হ্নীলা আদর্শ সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ১৮টি স্কুলের ৪৯৬ জন,হ্নীলা শাহ মজিদিয়া সিনিয়র মাদ্্রাসা কেন্দ্রে ৮টি মাদ্্রাসার ৪৩১জন,লেঙ্গুরবিল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৮টি স্কুলের ৩৫৭ জন ও ২টি মাদ্্রাসার ৫৬ জন মোট ৪১৩ জন, টেকনাফ মডেল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ১৪টি স্কুলের ৪৪২ জন ও ৩টি মাদ্্রাসার ১০১ জন মোট ৫৪৩ জন,সাবরাং সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ১৪টি স্কুলের ৩৮০ জন ও ১টি মাদ্রাসার ১৪ জন মোট ১৫ প্রতিষ্ঠানের ৪০২ জন, শাহপরীরদ্বীপ সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৬টি স্কুলের ১৮২ জন,সেন্টমার্টিন প্রাইমারী স্কুল কেন্দ্রে ২টি স্কুলের ৭৯ জন,শামলাপুর সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৪টি স্কুলের ১২১ জন ও ৩টি মাদ্্রাসার ১৬০ জন মোট ৭টি প্রতিষ্ঠানের ২৮১ জন,বড় ডেইল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৭টি স্কুলের ১২৪ জন ও ৩ টি মাদ্্রাসার ৮২ জন মোট ১০টি প্রতিষ্ঠানের ২০৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। ===
Leave a Reply