ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১১ রানে হেরেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৫৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেটে ১৪৩ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ আশরাফুলের (২২) সঙ্গে তামিম ইকবালের ৬১ রানের জুটি বাংলাদেশকে ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে জিয়াউর রহমানের সঙ্গে ২৬ রানের আরেকটি জুটি গড়ে সাজঘরের পথ ধরে তামিম (৩৮)।
স্বাগতিক বোলারদের বিশেষ করে স্পিনারদের আঁটোসাটো বোলিংয়ের কারণে অতিথিদের রান তোলার গতি মোটেও বাড়ছিল না। ঝুঁকি নিতে গিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম (৫) ও জিয়ার (২৩) বিদায় দলের বিপদ বাড়ায় আরো।
পঞ্চম উইকেটে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের (১৪) সঙ্গে নাসির হোসেন ৩৭ রানের জুটি গড়লেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২৯ রানে অপরাজিত থাকেন নাসির।
২০ রানে ২ উইকেট নিয়ে পোফু জিম্বাবুয়ের সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ভুসি সিবান্দার (৭) সঙ্গে মাসাকাদজার ৪৭ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দেয়। শুরু থেকেই নড়বড়ে সিবান্দাকে ফিরিয়ে দিয়ে অতিথিদের প্রথম সাফল্য এনে দেন ইলিয়াস সানি।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেলরের সঙ্গে ৪৪ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়েন প্রস্তুতি ম্যাচে শতক হাঁকানো মাসাকাদজা। দলীয় ৯১ রানে ভুল বোঝাবোঝারি কারণে রান আউট হয়ে বিদায় নেয়ার আগে ৬২ রান করেন মাসাকাদজা। তার ৩৫ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা।
এক রান পরেই নতুন ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও (০) রান আউট হয়ে বিদায় নিলে হঠাৎ করেই অস্বস্তি¡তে পড়ে যায় স্বাগতিকরা।
চতুর্থ উইকেটে স্টুয়ার্ট মাতসিকেনেরি (১৮) সঙ্গে অধিনায়ক ব্রেন্ডন টেলরের (৩৮) ৩৯ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়। দলীয় ১৩১ রানে আবুল হাসানের ইয়র্কারে মাতসিকেনেরি ও ১৩৪ রানে মাশরাফি বিন মর্তুজার ইয়র্কারে টেলর বোল্ড হয়ে গেলে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।
এরপর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস।
৩৭ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার আবুল হাসান রাজু।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৫৪/৬ (মাসাকাদজা ৬২, সিবান্দা ৭, টেলর ৩৮, আরভিন ০, মাতসিকেনেরি ১৮, চিগুম্বুরা ৭* ক্রেমার ১১, উৎসেয়া ২*; হাসান ২/৩৭, সানি ১/৩০, মাশরাফি ১/৩৩)
বাংলাদেশ: (তামিম ৩৮, আশরাফুল ২২, জিয়া ২৩, মুশফিক ৫, মাহমুদুল্লাহ ১৪, নাসির ২৯*, মাশরাফি ২*; পোফু ২/২০, উৎসেয়া ১/১৮, জার্ভিস ১/৩২, মুজাঙ্গে ১/৩৩)
Leave a Reply