গত ২৮ নভেম্বর দৈনিক কক্সবাজারবানীতে “বখাটের অত্যাচারে মাদ্রাসা ছাত্রী পরিবার অসহায়” শীর্ষক শিরোনাম ও বিভিন্ন পত্রিকায় এবং অনলাইনে বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে প্রকাশিত ব্যক্তি আনোয়ারুল ইসলাম আমার আপন জেঠাত ভাই এবং মাদ্রাসা ছাত্রী আমার আপন ভাতিজি। একটি কূচক্রীমহল আমার/আমাদের পরিবারের বদনাম সৃষ্টির লক্ষে এমন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করিয়াছে। এছাড়া সংবাদের একাংশে তাঁর পরিবার হামলার শিকার এবং উক্ত ছাত্রীকে পথিমধ্যে অশালীন ভাষায় গালি ও উক্তত্য করিয়াছি মর্মে সংবাদ ছাপানো হয়েছে। প্রকৃত পক্ষে এ ধরনের কোন ঘটনা হয়নি বা করিনি। আমি উক্ত সংবাদে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। প্রতিবাদকারী-
জাহাঙ্গীর আলম,
পিতা- ছাবের আহমদ,
উত্তর শীলখালী, বাহারছড়া, টেকনাফ।
Leave a Reply