মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও ,কক্সবাজার (০১৮৩৫-৪১০১২৫)
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনাম ধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী এমমাদিয়া জামেয়া মাদ্রাসার উত্তেজনা সমাপ্ত। প্রাপ্ত তথ্যে জানা যায়, স্বল্প বয়সের ছেলেকে মোহতামিম এর দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন যাবৎ উত্তেজনা বিরাজ করেছিল। পোকখালী এমদাদিয়া জামে মাদ্রাসা সু-দীর্ঘ ১৯৭০সাল থেকে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অনেক দ্বীন বরেণ্য আলেম উপহার দেন। বর্তমানে ঐ মাদ্রাসার ছাত্র দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে শিক্ষকতা সহ সামাজিক কাজ করে যাচ্ছে। মাদ্রাসায় ৪২জন শিক্ষক,১৫শ’ ছাত্র,হেফজখানা,এতিমখানা সহ এত বড় প্রতিষ্ঠান কি করে স্বল্প বয়সের ছেলেকে দিয়ে চালানোর চেষ্টা করেছিল তা মজলিসে সোরার প্রধান মাওলানা আবদুল হালিম বুখারী এসে নিরসন করেন। সোরাই সিদ্ধান্ত নেওয়া হয়-বর্তমান মোহতামিম মাওলানা মোকতার আহমদ বহাল থাকিবে,মাদ্রাসার সমস্ত শিক্ষক পূর্বের ন্যায় বহাল থাকিবে। যদি কোন শিক্ষক মোহতামিম বা প্রশাসনকে অমান্য করেন অথবা মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে থাকলে তা প্রমাণিত হলে মোহতামিম বিদায় করে দিতে পারিবে। উল্লেখ্য যে, এলাকাবাসীর দাবী পুরনের জন্য মজলিসে সোরার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দীর্ঘদিনের ষড়যন্ত্র থেকে রক্ষা করায় ধন্যবাদ জানান। এদিকে মাওলানা মোখতার আহমদের ছেলে বয়সে স্বল্প হওয়ায় এলাকার লোকজন তাকে মেনে নিতে না পারায় এ উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে স্থানীয় পুলিশের সহযোগিতায় উল্লেখিত ঘটনা নিস্পত্তি হয়। এখন বর্তমানে আগের মত মাদ্রাসা সুষ্ঠু ভাবে পরিচালনা ও ছাত্রদেরকে পূর্বের ন্যায় ভর্তি হওয়ার জন্য মোহতামিম মাওলানা মোখতার আহমদ জানান। তাই এলাকাবাসীর দাবী কোন সিদ্ধান্ত নিতে মজলিসে সোরা ও এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গকে নিয়ে সমস্যা সমধান করার জন্য পরিচালকের প্রতি আহবান জানান।
Leave a Reply