এস.এম.তারেক ঈদগাঁও , কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামে চিংড়ি ঘেরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম শাহিন আলম (৫)। সে রামু তেচ্ছীপুল এলাকার মোস্তাক আহমদের পুত্র। জানা যায় , নিহত শিশু শাহিন গত ঈদের সময় পোকখালীর উত্তর গোমাতলী গ্রামে নানার বাড়ীতে বেড়াতে আসে । গতকাল সোমবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন শাহীনকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মঙ্গলবার ভোরে বাড়ীর পশ্চিম পার্শ্বে চিংড়ি ঘের সংলগ্ন খালে পরিবারের লোকজন তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে কুলে তুলে আনা হলে শিশুটি মৃত বলে প্রতীয়মান হয়। স্থানীয় মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ঘটনাটি অবহিত করা হয়েছে বলে শাহিনের মামা ছৈয়দ জানান। উল্লেখ্য , পিতা লাপাত্তা হওয়াতে মা জন্নাতুল ফেরদাউস ছেলেকে নানার বাড়ীতে রেখে জীবন জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের এক গার্মেন্টস কারখানায় চাকুরী করে আসছিলেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।
এস.এম.তারেক
২৮/৮/১২
Leave a Reply