কক্সবাজার সদর উপজেলার উপকুলীয় ইউনিয়ন পোকখালীতে জোয়ারের পানি প্রবেশ করে আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। অপুরণীয় ক্ষতির মুখে পড়েছে এলাকার মৎস্য ঘের মালিকেরা । যোযোগের জন্য নৌকাই এখন তাদের প্রধান বাহন। পানি বন্দী থাকার কারণে গ্রাম গুলোতে ডায়রিয়া ও চর্ম রোগের প্রকোপ বেড়েছে বলে জানান, এলাকার হাফিজ উদ্দিন। ঈদগাঁও নদীর বেড়ি বাঁধ ভেঙ্গে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানালেন এলাকার চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম। জোয়ারের পানিতে ইউনিয়নের যেসব গ্রাম প্লাবিত হয়েছে সেগুলো হল পশ্চিম ইছাখালী, ব্রীজের গোড়া সহ আরো কয়েকটি গ্রাম। জোয়ারের পানির কারণে কমপক্ষে ১শত পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান ইউনিয়ন যুবলীগ সভাপতি রহমত উল্লাহ। শ্রীঘ্রই বেঁড়ি বাধের ক্ষতিগ্রস্থ অংশ ও এলাকার জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করা না হলে এলাকার হাজার হাজার মানুষকে আবারো চরম দুর্ভোগ পোহাতে হবে। নেমে আসতে পারে মানবিক বিপর্যয়।
Leave a Reply