এম. কফিল উদ্দিন, পেকুয়ায় হোমিও চিকিৎসক ডা: হারাধান দাশ খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পেকুয়া বাজারের ২জন নৈশ প্রহরী গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার সদর ইউনিয়নের মধ্যম ক্ষাইম্যাখালী গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র শাহ আলল (৫৫), ও আবুল খায়ের (৪৮) সে পূর্ব গোঁয়াখালী এলাকার আবদুল বারীর পুত্র।
পেকুয়া থানা পুলিশ জানান, গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের ২জনকে চিকিৎসক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর পেকুয়া বাজারের পান বাজার রোড়ের ন্যামনাল হোমিও ফার্মেসীর পিছনের একটি কক্ষ থেকে গলায় গামছা পেছানো অবস্থায় মৃত দেহ পুলিশ উদ্ধার করেছিলেন। অজ্ঞাতনামা দূর্বৃত্তরা গত ১৭ সেপ্টেম্বন গলায় গামছা পেছিয়ে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত চিকিৎসকের পুত্র বাবলা দাশ অজ্ঞাতনামা আসামী করে ঘটনার পরদিন একটি হত্যা মামলা দায়ের করেছে। ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নয়াহাট গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( প্রশাসন) আনোয়ার হোছাইন বলেন, পেকুয়া বাজারে চিকিৎসক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বাজারের ২জনকে গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনায় জড়িত মূল হোতাদের গ্রেফতার করতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে ।
Leave a Reply