শহিদুল ইসলাম হিরু,পেকুয়া:::::::পেকুয়ায় আপন ভাইয়ের সম্পত্তি দখলে নিতে মিথ্যা মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী মারফত হুমকি দিয়ে এক পরিবারকে অসহায় দিন যাপনে বাধ্য করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিথ্যা মামলা থেকে বাচঁতে ওই পরিবার প্রশাসনের ধারে ও বিভিন্ন নেতার ধারে ধরনা দিচ্ছে বলে জানা গেছে। ওই মামলাবাজ পরিবারের নিজ ভাইকে আসামী করে কান্ত হয়নি। ভাইয়ের ছেলে বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য কক্সবাজারে দায়িত্বরত সাহাবউদ্দিকেও আসামী করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোক্তভোগি নিজ ভাইয়ের মামলার আসামী বৃদ্ধ গোলাম চোবহান সাংবাদিকদের অভিযোগ করে বলেন,আমরা ৪ ভাই। আমাদের বিএস ১১৬ খতিয়ানের বসতবাড়িসহ নাল ও খাস জমির সব সম্পত্তির দেখাশুনার দায়িত্ব ছিল আমার ভাই নুরুছ চোবহান। সে সুযোগে তিনি আমাদের আরো ৩ ভাইয়ের সম্পত্তি আতœসাতের পায়তারা শুরু করে। আমরা তাই বাধ্য হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সালিশ দিয়। কিন্তু তিনি তা অমান্য করে আমাদের সম্পত্তি লুটপাঠের উদ্দেশে আমাদের পরিবার, অমার স্ত্রী খালেদা বেগম ও আমার ছেলে কক্সবাজারের সহকারী আনসার কমান্ড সাহাব উদ্দিনকে ও আমার মেয়ের জামাই গাড়ির হেলফার আমির হোসেনকে আসামী করে পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করে। আমি তার এই অভিযোগের সুষ্ট তদন্ত চাই। তদন্তে যে দোষি প্রমানীত হয় তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিতে আমার কোন আপত্তি নাই। সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই চৈরভাংগা এলাকার মৃত আবুল খায়ের এর পুত্র নুরুছ চোবহান নিজ পুকুরে গোসল করতে যাওয়ার সময় পাকা সিরিতে পিছলে পড়ে পা মছকে ফেলে। সেই সুযোগে ভাইদের ফাঁসাতে তিনি এই মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। এবং পেকুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্য এস আই শফিকুর রহমান ঘটনার তদন্ত করে এসেছে। তার ছেলে মুস্তফিজ ,মিযান এদের বিরুদ্ধে গাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে।
শহিদুল ইসলাম হিরু
নিজস্ব প্রতিনিধি
মোবাইল ০১৮১৫-২৩৫০২০
তারিখ ৩০-০৭-১৩