এম. কফিল উদ্দিন, পেকুয়ায় শ্বাসরোধে এক হোমিওপ্যাথিক ডাক্তারকে হত্যা করেছে বলে জানা গেছে। পেকুয়া থানা পুলিশ গত ১৮ সে্েপ্টম্বর সকালে লাশটি উদ্ধার করেছে। নিহত ডাক্তারের নাম ডা: হারাধন দাশ। সে পেকুয়া বাজারের ন্যাশনাল হোমিও ফার্মেসীর স্বত্তাধিকারী ও সাতকানিয়া পুরান ঘর নয়াহাট এলাকার মৃত: নিরঞ্জনের পুত্র। জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই ডাক্তার গত ১৭ সেপ্টেম্বর ঘুুমিয়ে পড়ে। সকালে বাজারের পানি সরবারহকারী নাছির ফার্মেসীর দরজা খোলা থাকায় তাকে ডাকতে গেলে খাটের নিচে তার লাশ দেখতে পায়। তখন ব্যবসায়ীরা পেকুয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশের সুরতহাল করে। ব্যবসায়ীরা জানান, ওই ডাক্তার বিশ্বস্থ লোক হওয়ায় বাজারের অনেক ব্যবসায়ী তার কাছে টাকা জমা রাখে। হয়ত টাকার উদ্দেশ্যে ডাকাতরা রোগী সেজে ঢুকে তাকে হত্যা করেছে। থানা পুলিশ জানায়, রাতের আধারে কে বা কারা তাকে হত্যা করেছে। নিহত হারাধন দাশের গলায় গামছা পেছানো ছিল। কপালে দাগ ও রক্ত রয়েছে। এ ব্যাপারে নিহত হারাধন দাশের পুত্র বাবলা দাশ মামলা করবে বলে জানান।
এম. কফিল উদ্দিন
পেকুয়া প্রতিনিধি
Leave a Reply