এম. কফিল উদ্দিন…পেকুয়ায় শিক্ষকের অপসারণ দাবিতে মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। এসময় বিদ্যায়ল পরিচালনা কমিটি জরুরী বৈঠক ডেকেও শিক্ষার্থীদের শান্ত করতে পারেনি। শিক্ষার্থীরা পরিচালনা কমিটির বৈঠককে হটকারী উলে¬্যখ করে বয়কট করে রাস্তা নেমে এসে বিতর্কিত এক শিক্ষকের অপসারণের দাবীতে এ বিক্ষোভ করেছে। মেহেরানা নামা উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার শামসুদ্দোহা নিয়মিত পাঠদানের জন্য বিদ্যালয়ে উপস্থিত থাকেনা। তারা বিষয়টি কয়েকবার প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলেও কোন প্রতিকার হয়নি বলে অভিযোগ করেছেন।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলার মেহেরনামা উচ্চ বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে শিক্ষক শামসুদ্দোহার অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে। পরে সকাল ১১টায় বিদ্যালয়ের পরিচলানা কমিটির সভাপতি মোখতার আহমদ চৌধুরী বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্ত করা চেষ্টা করলে শিক্ষার্থীরা আরো উত্তেজিত হয়ে তাকে লাঞ্চিত করেন। পরে আন্দোলরত শিক্ষার্থীদের তোপের মূখে তিনি চলে যেতে বাধ্য হন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবী বিবেচনা করার জন্য দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরী বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু কিছু শিক্ষার্থীর বিক্ষোভের কারণে তা সম্ভব হয়নি। তিনি বিদ্যালয়ে সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন।
Leave a Reply