এম. কফিল উদ্দিন, পেকুয়া থেকে:..সাম্প্রদায়িক নয় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হতে হবে আমাদের সকলকে। ধর্মীয় প্রতিষ্টানে হামলা, ভাংচুর, আঘাত হানা থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ গোটা বিশ্বে স্থান পেয়েছে। এ সম্মান, এ পাওয়াকে আমাদের আক্ষুন্ন রাখতে হবে। আর তা অক্ষুন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রত্যেক ধর্মবলম্বীর সাথে সহমর্মিতাপূর্ণ আচরণ করে ভ্রাতৃত্বের বন্ধন অটল রাখতে আমাদের অবিচল থাকতে হবে। রামুতে সম্প্রতি ঘটে যাওয়া অলোচিত ঘটনাটি অত্যন্ত দু:খজনক। গত ৫অক্টোবর বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পাড়াস্থ বৌদ্ধ মন্দিরে রাখাইন সম্প্রদায়ের উদ্দ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, চকরিয়া-পেকুয়া সংরক্ষিত আসনের মনোনীত প্রার্থী সাফিয়া খাতুন এমপি। বারবাকিয়া বৌদ্ধ মন্দির পরিচালনা কমিঠির সভপাতি ভিক্ষু অং থেন চি’র সভাপতিত্বে শিলখালী ইউনিয়ন আ.লীগের বেলাল উদ্দীনের সঞ্চালনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে খাজা আল-আমীন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানার ওসি আনোয়ার হোছাইন,টৈটং ইউনিয়ন আ.লীগের সম্পাদক জাহেদুল ইসলাম, বারবাকিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোছেন শামা, বৌদ্ধ নেতা মাষ্টার মং, মহিলা নেত্রী অং চিং রাখাইন, মংখৈলা রাখাইন প্রমুখ। সাম্প্রদায়িক সম্প্রীতির উপর যারা আঘাত করার পায়তারা করেছে তারা দেশ ও জাতির শত্র“। হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রীষ্টান, ভাই ভাই। বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাই নেই। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য। এ ঐতিহ্য কোন অবস্থাতে নসাৎ করা যাবে না। বাংলাদেশের সকল সকল ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে, সম্প্রীতির আবদ্ধ হয়ে বসবাস করে আসছেসাম্প্রদায়িকতাকে উস্কে না দিয়ে অসাম্প্রদায়িক চেতনাকে বুকে লালন করে সবাইকে এক কাতারে থাকার আহবান জানিয়েছেন বক্তারা।
Leave a Reply