পুরুষের দীর্ঘায়ু লাভের রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। কোরিয়ার বিজ্ঞানীদের দাবি, পুরুষের ‘সেক্স হরমোন’ দীর্ঘায়ু বা স্বল্পায়ু লাভে প্রভাব ফেলে।কিন্তু তারা বলছেন, যে প্রক্রিয়ায় দীর্ঘায়ু লাভ করা সম্ভব তা অনেক কষ্টকর! তবে কী সেই প্রক্রিয়া? মোগল আমলে মোগল সম্রাটদের হেরেমের নারীদের ফুট-ফরমায়েশ খাটার জন্য একদল লোক নিয়োগ দেয়া হতো। বিশেষ পদ্ধতিতে তাদের পুরুষত্ব নষ্ট করে ফেলা হতো। তাদের বলা হতো খোজা।বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন, খোজা পুরুষ অনেক বছর বেশি বাঁচে। সাধারণ পুরুষদের চেয়ে তাদের বেঁচে থাকার হার ১৪ থেকে ১৯ বছর পর্যন্ত বেশি হয়। কোরিয়ার বর্তমান খোজা পুরুষ (যারা ইচ্ছাকৃত বা কুকুরের কামড়ের কারণে পুরুষত্ব হারিয়েছে) ও কয়েক শতাব্দীর খোজাদের ইতিহাস পর্যালোচনা করে তারা এমন সিদ্ধান্তে এসেছেন।অধ্যাপক কিয়োং-জিন মিনের নেতৃত্বে ইনহা ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী গবেষণাটি সম্পন্ন করেন। সূত্র: ডেইলি মেইল
Leave a Reply