নজির আহমেদ সীমান্ত ….টেকনাফ বাহার ছরা শামলা পুর বাজারে অটোরিক্সার ধাক্কায় একশিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে এগারটায় শামলাপুর বাজারে পিতার হাত ধরে একপাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় অপর দিক থেকে আসা অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সাবেকুর নাহার (৭)।
এ সময় ঘাতক অটোরিক্সা জব্দ ও চালককে আটক করে বাহার ছরা পুলিশ ফাড়ির এস আই এরশাদ।
জানাযায় নিহত সাবেকুর নাহারের মা সংসারের কিছু নিত্য প্রয়োজনীয় পন্য আনতে বাজারে পাঠিয়েছিল বাবার সাথে। পিতার হাত ধরে রাস্তা পারাপারের সময় অটোরিক্সার চাপায় নিহত হয়েছে শিশু সাবেকুর নাহার। এ রির্পোট লেখা পয়র্ন্ত কোন অভিযোগ দেয়নি নিহত শিশু পক্ষ। অপরদিকে সন্ধ্যা ৬ টার সময় নিহতের লাশ দাফন করা হয়েছে।
Leave a Reply