হাফেজ মুহাম্মদ কাশেম … পালংখালী ইয়াকুব—মোস্তফা পাড়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা তাহফিজুল কুরআন ও এতিমখানার ৬ষ্ট তম বার্ষিক সভা ১৫ ফেব্রুয়ারী সোমবার মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মাওঃ মুহাম্মদ জকরিয়া (০১৮১১১৮২৯২৪) জানান, এবারের বার্ষিক সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন চট্রগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক অত্যন্ত জনপ্রিয় বক্তা আল্লামা মুফতী আজিজুল হক আলমাদানী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা টঙ্গী দারুল হেদায়ার মুহাদ্দিস আল্লামা মুফতী ওবাইদুল্লাহ রফিক, ইয়াকুব—মোস্তফা পাড়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সদরে মুহতমিম মাওঃ আবুল কাসেম, হ্নীলা জামিয়া দারুসসুন্নাহর মুহতমিম মাওঃ আফছার উদ্দিন চৌধুরী, শিক্ষক মাওঃ ইমাম হোসাইন প্রমুখ। সভায় সভাপতিত্ব আলহাজ¦ আবদুস সুবহান প্রকাশ সুফী সাহেব।
উক্ত সভায় হেফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ী, নুরানী বোর্ড পরিক্ষায় শ্রেষ্টত্ব অর্জনকারী গোল্ডেন ‘এ+’ এবং বিভিন্ন শ্রেনীতে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়েছে। পাগড়ী প্রাপ্তরা হলেন হাফেজ শফিকুর রহমান, হাফেজ আব্বাস উদ্দিন, হাফেজ তারেকুর রহমান। গোল্ডেন ‘এ+’ প্রাপ্তরা হচ্ছে হুমাইরা আক্তার, হাশেম উল্লাহ, আবদুর রহমান, সাইদ হোসাইন। পাশাপাশি পুরস্কারপ্রাপ্তরা হচ্ছে মোকররমা, ফারদিন মোহাম্মদ শামিম, মোঃ জুনাইদ, মিজানুর রহমান, রুপালী, ছাফা, রুমানা আক্তার, আবু বক্কর। কর্মরত শিক্ষক—কর্মচারীদেরও প্রতিষ্টাতা পরিচালকের পক্ষ থেকে বিশেষ পুরষ্কারে ভুষিত করা হয়। ##
Leave a Reply