মঙ্গলবার ১৪ আগস্ট, ২০১৮ ৯:০৮ অপরাহ্ন
217 বার এই নিউজটি পড়া হয়েছে
টেকনাফ নিউজ ডেস্ক :: ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে জালনোট শনাক্তকারী বুথ স্থাপন করতে দেশে কার্যরত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বছর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি হাটে এবং দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি বসবে এসব বুথ।
মঙ্গলবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনামূল্যে নোট যাচাই করে দিতে হবে।