মুহাম্মদ তাহের নঈম:
ইসলামী ঐক্যজোট নেতা, টেকনাফ উপজেলার হ্নীলা আল জামেয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসার নিবার্হী পরিচালক প্রয়াত সাবেক এমপি আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর সুযোগ্য সন্তান মাওলানা আবছার উদ্দিন চৌধুরী ১১ জুলাই জামিনে মুক্তি পেয়েছেন। কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ঢাকা হাইকোর্টের এডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী ও এডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন। বিকেলে ইসলামী ঐক্যজোট নেতৃবৃন্দ ও জেলার শীর্ষ ওলামা মাশায়েকগণ জেল গেইটে তাকে সংবর্ধনা দেয়। বৃহস্পতিবার হ্নীলা জামেয়া দারুসসুন্নায় শিক্ষক প্রতিনিধি ও প্রাক্তন ছাত্র পরিষদ তাকে সংবর্ধনা দেবে। উল্লেখ্য যে, মাওলানা আবছার উদ্দিন চৌধুরী সহ ৭ ইসলামী ঐক্যজোট নেতাকে গত ১৮ই জুন শহরের একটি হোটেলের সাংবাদিক সম্মেলন থেকে মডেল থানা পুলিশ গ্রেফতার করে। পরে তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়। গতকাল মাওলানা আবছার উদ্দিন চৌধুরী জামিনে মুক্ত হওয়ার পর মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি সংশ্লিষ্ঠ প্রশাসন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
alhamdulillah