খালেদ হোসেন টাপু,রামু…
দক্ষিণ চট্রগ্রামের বৌদ্ধদের সবোর্চ্চ ধর্মীয় গুরু,রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের গুরুতর অসুস্থ। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাঁকে সরকারী উদ্যোগে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইটে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে অসুস্থতার কারণে সত্যপ্রিয় মহাথেরকে ঢাকা নিয়ে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে গতকাল সোমবার সকাল থেকে তাঁর শিষ্য ও ভক্তরা সীমা বিহারে ভীড় জমায়। এসময় তাঁরা ভান্তেকে ফুল দিয়ে,পায়ে ধরে প্রণাম করে গভীর শ্রদ্ধা জানান,অনেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেন। সীমা বিহার ত্যাগের আগ পর্যন্ত রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ, রামু বৌদ্ধ যুব পরিষদ,বৌদ্ধ প্রজ্ঞা সংসদ,রামু উপজেলা বুদ্ধিস্ট ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এদিকে সীমা বিহারছাড়াও দুপুরে কক্সবাজার বিমান বন্দরে তাকে বিদায় জানাতে যান,কক্সবাজার জেলা প্রশাসক মো.রুহুল আমিন, ভারপ্রাপ্ত এনডিসি নায়িরুজ্জামান ,কক্সবাজার জেলা ওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আহমদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রাহুল বড়–য়া।
উল্লেখ্য গত ০৩ নভেম্বর শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী রামু সীমা বিহারে আসলে বৌদ্ধ নেতৃবৃন্দ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে সরকারী উদ্যোগে উন্নত চিকিৎসাসেবা প্রদানের দাবি জানানো হয়। এ প্রেক্ষিতে পরদিন ৪ নভেম্বর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের রামুতে এসে সরকারী উদ্যোগে তাঁকে চিকিৎসেবা প্রদানের জন্য ঢাকা নেওয়ার উদ্যোগ নেন।
প্রেরকঃ- খালেদ হোসেন টাপু,রামু ফোন-০১৮১৯-৬০৭৭০১
, রামু, ৫.১১.১২
Leave a Reply