হাফেজ মোজাম্মেল হক বাহার,শামলাপুর……..নৌকা ভর্তি মাছ পেয়ে উল্লাসের শেষ নেই টেকনাফ শামলাপুর ঘাটের জেলেদের। গত ২৮জুন অর্ধ লক্ষাধিক টাকার মাছ পেয়ে মৌসুম রেকর্ড করেছে শামলাপুর নতুন পাড়ার মৃত মকবুল আলীর পুত্র নুরুল হকের নৌকাটি। এরকম আরো ১০হাজার, ২০হাজার, টাকার মাছ পেয়েছে উক্ত ঘাটের অনেক নৌকা। পুরো ঘাটে যেন নেমে এসেছিল আনন্দের জোয়ার।
Leave a Reply