নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিতে বিএনপির প্রতি পরামর্শ দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক। তিনি বলেন,লন্ডনে হার্ডটকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমার মনে হয়েছে, নির্বাচন নিয়ে দুই দলের অবস্থান এখন মুখোমুখি হলেও সমঝোতার দ্বার খুলছে, সমঝোতা হবেই। এখন বিরোধী দলের ইতিবাচকভাবে এগিযে আসা উচিত। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন । দুই প্রধান রাজনৈতিক নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আপনারা দ্বন্ধে যাবেন না, সমঝোতা করুন। একে অন্যের প্রতি শ্রদ্ধার সঙ্গে কথা বলুন, টিটকারি করবেন না। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান দলের বিপরীত অবস্থানের মধ্যে লন্ডনে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারে বিএনপিকে যোগ দেওয়ার প্রস্তাব দেন। তবে প্রধানমন্ত্রীর এই আহ্বানের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন করতে হবে। বিএনপির এই প্রতিক্রিয়ার বিষয়ে ব্যারিস্টার রফিক বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তারা বলতে পারত, ওই সরকারে কারা থাকবে, কাদের কয়জন থাকবে। আর সবচেয়ে বড় বিতর্ক যেটি, ওই সরকারের প্রধান কে হবে?“আমার মনে হয়, তত্ত্বাবধায়ক সরকার হোক, সর্বদলীয় সরকার হোক আর কোয়ালিশন সরকার হোক, তার প্রধান কে হবে সেটিই মূল বিষয়। তবে নির্দলীয় একজন ব্যক্তিকেই নির্বাচনকালীন সরকারের প্রধান করা উচিত । এ সব নিয়ে আলোচনা হতে পারে টেলিভিশনে কিংবা সেমিনারে। রাজনৈতিক নেতা এবং দেশদরদীদের সঙ্গে কথা বলা যেতে পারে। আমরা চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন; যেন জনগণ বিনা ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অনুষ্ঠানে কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বক্তব্য রাখেন। তিনি ব্যারিস্টার রফিককে উদ্দেশ্য করে বলেন, আপনি দুই নেত্রীর ঐক্যের জন্য যত কাজ করছেন, তার ২৫ ভাগও যদি দেশের মানুষকে জাগানোর জন্য করতেন, তাহলে তাদের উপকার হত।
Leave a Reply