টেকনাফের শীল্প এলাকা খ্যাত শাহপরীর দ্বীপ রক্ষার্তে অবশেষে স্থানীয় নেতৃবৃন্ধ এক কাতারে এসেছে। নিজস্ব অর্থায়ন সবার নিরঙ্কুশ সাহায্য সহযোগীতার মধ্যদিয়ে ফসলী জমিসহ দ্বীপ রক্ষার কাজে নেমেছে তারা। জনগনের সাহার্যে নিমার্ণ আরম্ভ করেছে লবণ মাঠ ও ফসলী জমি। সাগরের অব্যাহত ভাঙনে জোয়ারের পানি ডুকে পড়ে শত শত একর ফসলি জমি লবণাক্ত পানিতে প্লাবিত হয়ে যায়। ফলে কৃষিতে মারত্মক ব্যাঘাত সহ এ পানি মানুষের বসত ভিটা পর্যন্ত প্লাবিত করে ফেলে। এর প্রেক্ষিতে এসব ফসলি জমি রক্ষা ও লবণাক্ত পানি যাতে কৃষি জমিতে এবং মানুষের বসত ভিটায় প্রবেশ করতে না পারে সে জন্য শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদ এর উদ্যেগে শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার দক্ষিণ অংশ হতে পশ্চিম উত্তর পাড়া হয়ে প্রধান সড়ক পর্যন্ত বাঁধ নির্মাণ কাজের উদ্যেগ নেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদির পরামর্র্শে ও নির্দেশনায় এ নির্মাণ কাজ গত ১১ আগস্ট শুরু হয়। বাঁধ নির্মাণ কাজের উদ্ভোধনী দিনে উপস্থিত থেকে সরেজমিনে কার্যক্রম পর্যবেক্ষণ করেন শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদের সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সহ সভাপতি মনির উল্লাহ , সহ সভাপতি মোহাম্মদ সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া আলফাজ ও সদস্য মুজিব উল্লাহ। উল্লেখ্য এ বাঁধ নির্মাণের ফলে জোয়ারের পানি প্রবেশ করলেও অনেকাংশ এর বাইরে থাকবে। তাই কৃষক সহ সর্বস্তরের মানুষ এ বাঁধ নির্মাণের জন্য শাহপরীর দ্বীপ রক্ষা ও উন্নয়ন পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। সবাইকে যে কোন ভাবে সহযেগীতার হাত বাড়িয়ে দ্বীপ রক্ষার্তে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এমপি বদির বদা চুষে লাভ নেই।নিজের ভিটেবাড়ী নিজেরাই সামলান। আমরা কাজ করলে এমপি কিছু বলবে এই দালালী না করে সব্রা সহযোগীতা নিয়ে কাজ করে যান। সাবধান পরে যেন দূর্নিতীর অভিযোগে না পড়েন। টেকনাফ নিউজ ডটকম এর সম্পাদক সাইফীকে নিস্বার্থ ভ’মিকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আরা বেশী সংবাদের প্রত্যাশায়…….
khob balo kaj