হুমায়ুন রশিদ,টেকনাফ।
টেকনাফের হ্নীলায় নাফনদীতে মাছ ধরতে গিয়েই নিখোঁজ থাকার ৪দিন পর যুবকের মৃত লাশ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় জনসাধারনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সুত্রে জানাযায়-গত ১৯সেপ্টেম্বর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের সৌদি প্রবাসী আব্দুল হাকিমের পুত্র মোঃ রিদুওয়ান (১৮)সর্ঙ্গীয় ২বন্ধুর সাথে পিনি জাল নিয়ে নাফনদীতে মাছ ধরতে যায়। মাছধরে অন্য ২সর্ঙ্গী ফিরলেও রিদুওয়ান ফিরে না আসায় মায়ের মনে অজানা আতংক ছড়িয়ে পড়ে। মা নিরুপায় হয়ে শফি ড্রাইভারের পুত্র ফেরদৌস ও মৃত ঠান্ডা মিয়ার পুত্র সোনা মিয়ার বিরুদ্ধে টেকনাফ থানায় জিডি করে। উল্লেখ্য ঐদিন গভীর রাতে স্থানীয় চিহ্নিত চোরাকারবারীদের নিকট মালামাল নিতে আসা মিয়ানমার চোরাকারবারীরা চাল,তৈল ও কেরোসিন নিয়ে যাওয়ার সময় নাফনদীতে বিজিবি টহল দল চোরাই পন্য আটক করলে মিয়ানমার চোরাকারবারীরা লাফিয়ে কূলে উঠে যায়। এরপর ৩টি বিকট শব্দ হয়। এরপর হতে রিদুওয়ান নিখোঁজ হয়। তাকে খুজতে গেলে পরিত্যক্ত পিনি জাল পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দীর্ঘ ৫দিনের মাথায় টেকনাফ নাজির পাড়াস্থ নাফনদীর কিনারা তার ভাসমান পরিত্যক্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ সুরতহাল রিপোর্টের পর উদ্ধার করে ২৩সেপ্টেম্বর সন্ধ্যায় লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে নেওয়া হয়েছে। ###########################
Leave a Reply