বলিউডের অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠরা জানেন, এমনিতে প্রায় প্রতি দৃশ্যের পরই একটি করে সিগারেট ধরাতেন এই তারকা অভিনেতা। কিন্তু সম্প্রতি এক শুটিংয়ের সময় প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, দৃশ্যের পর দৃশ্য ধারণের কাজ শেষ হয়ে গেলেও একটিও সিগারেট ধরাচ্ছেন না সালমান। কী ব্যাপার! অবশ্য কিছুক্ষণ পরই সালমানের মুখ নাড়ানো দেখে সবাই বুঝে ফেলেছেন, ধূমপান ছাড়তে চিউয়িংগাম ধরেছেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, সম্প্রতি একটি রিয়েলিটি শোয়ের প্রচারণামূলক বিজ্ঞাপনের জন্য দুই দিন শুটিং করেছেন সালমান।
গভীর রাত পর্যন্ত শুটিংয়ে অংশ নিয়েছেন এ দদাবাং’ তারকা। কিন্তু একটিবারের জন্যও ধূমপান করতে দেখা যায়নি তাঁকে। ধূমপান ছাড়ার চেষ্টা করছেন সালমান-গত দুই মাস ধরেই এমন খবরের শিরোনাম হয়ে আসছেন তিনি। অবশেষে তার চূড়ান্ত প্রমাণ মিলল। সূত্রটি আরও জানিয়েছে, সিগারেটের প্যাকেটের বদলে সালমানের হাতে দেখা গেছে চিউয়িংগামের প্যাকেট। যখন সিগারেট খেতে ইচ্ছে হয়েছে, তখনই চিউয়িংগাম চিবিয়েছেন। চিউয়িংগাম ফো
Leave a Reply