কক্সবাজার সাহিত্য একাডেমীর উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, কক্সবাজার সাহিত্য একাডেমী কক্সবাজার এলাকায় সাহিত্য চর্চার ক্ষেত্রে এক গুরু দায়িত্ব পালন করে চলেছে। কক্সবাজারের সাহিত্যাঙ্গনে সৃজনশীল ও সংবেদনশীল ব্যক্তিবর্গের মিলনমেলা নিয়মিত আয়োজন করে সংগঠনটি এলাকায় একটি পরিশিলিত পরিবেশ সৃষ্টি করে চলেছে। সাহিত্য মানুষকে স্বপ্ন দেখায়, মানুষকে আনন্দিত করে এবং নানা প্রকার সৃষ্টিকর্মে উজ্জিবিত করে। বিশেষ করে তরুণ সমাজ সাহিত্য চর্চায় নিয়োজিত হয়ে নানা অপকর্ম ও অপসংঙ্গ থেকে দূরে থাকার সুযোগ পাচ্ছে। সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি লোক গবেষক সাংবাদিক মুহম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অুনষ্ঠিত ঈদ পুনর্মিলন ও সাহিত্য আসরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার প্রবীণ বুদ্ধিজীবী শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট সুলতান আহমদ, গবেষক নুরুল আজিজ চৌধুরী, এডভোকেট নুরুল হক, শিক্ষাবিদ রাজ বিহারী চৌধুরী ও সঞ্চয় কুমার দাশ। পরে কবিতা পাঠে অংশ নেন, কবি শামীম আক্তার, প্রফেসর মোশতাক আহমদ, কবি মনজুরুল ইসলাম, নির্বাণ পাল, মোহাম্মদ কায়সার হামিদ, অধ্যাপক দিলওয়ার চৌধুরী, সঞ্চয় কুমার দাশ, মিজানুর রহমান সিকদার, মুহাম্মদ ওমর ফারুক, নুরুল আজিজ চৌধুরী, রাজ বিহারী চৌধুরী, নাদিয়া জেরিন সোনালী, নাদিয়া জেরিন রোহান, সিরাজুল কবির বুলবুল, আব্বাস আহমদ, জহির ইসলাম, তাজরিয়ান বিনতে মাহমুদ, আবদুল্লাহ আল মাহমুদ, কল্লোল চৌধুরী, আতিক সুজন, নিধু ঋষি, শামীম ছিদ্দিকী, মোহাম্মদ রাশেদ হোছাইন, নুর মোহাম্মদ, শামশুল আলম, এম. এরশাদুর রহমান, নিজাম কুতুবী, আজাদ মনসুর, শহীদ হোছাইন মোর্শেদ, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ আমিরুদ্দীন, সুলতান আহমদ ও নোমান মাহমুদ।
উল্লেখ্য, কক্সবাজার সাহিত্য একাডেমীর স্থায়ী পরিষদের চেয়ারম্যন এডভোকেট সুলতান আহমেদ আগামী ডিসেম্বর মাসে ৬০ বছর বয়স পূর্ণ করবেন। এ উপলক্ষ্যে কক্সবাজার সাহিত্য একাডেমী একটি স্মরণিকা প্রকাশ করবে। এতে একাডেমীর সকল সদস্য-সদস্যাসহ জেলার কবি, সাহিত্যিকদের কাছ থেকে লেখা আহবান করা হচ্ছে। আগ্রহীদের রংষধসপড়ী৫৬@মসধরষ.পড়স, ধুধফপড়ী৯০@মসধরষ.পড়স মেইলে পাঠনোর অনুরোধ রইল।
বার্তা প্রেরক
আজাদ মনসুর
কক্সবাজার সাহিত্য একাডেমী।
Leave a Reply