প্রেস বিজ্ঞপ্তি :::দৈনন্দিনের প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম বলেছেন, দৈনন্দিন পত্রিকা এতদিন পর্যন্ত যেভাবে দল-মতের উর্ধ্বে উঠে নিরপে ভাবে সংবাদ পরিবেশন করে আসছে ভবিষ্যতেও সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে নিরপে সংবাদ পরিবেশন করবে। তিনি দৈনন্দিনে কর্মরত সকল সাংবাদিক ও উপজেলা প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দৈনন্দিন কোন দলের মুখপাত্র হয়ে কাজ করবে না। যত বাঁধাই আসুক নিরপে ভাবে সংবাদ পরিবেশন করে যাবে। গতকাল সোমবার বিকেলে নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল ও প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পরিচালনা সম্পাদক ফরহাদ ইকবাল, বার্তা সম্পাদক রাশেদুল মজিদ, মফস্বল সম্পাদক আনোয়ার হাসান চৌধুরী, সিনিয়র রিপোর্টার আবদুল্লাহ নয়ন, স্টাফ রিপোর্টার ওয়াহিদুর রহমান রুবেল, আরফাতুল মজিদ, শফিউল আলম, চকরিয়া স্টাফ রিপোর্টার বশির আল মামুন, মহেশখালী স্টাফ রিপোর্টার ফরিদুল আলম দেওয়ান, ঈদগাঁও প্রতিনিধি জাহাঙ্গীর বাঙ্গালী, হোয়াইক্যং প্রতিনিধি মোস্তফা চৌধুরী, রামু প্রতিনিধি আবুল কাশেম, চকরিয়া প্রতিনিধি রিদ্ওয়ানুল করিম, ডুলাহাজারা প্রতিনিধি জেমস আনন্দ প্রমুখ। উপস্থিত ছিলেন-বিজ্ঞাপন ও সার্কুলেশন ম্যানেজার নুরুল হক চকোরী, কম্পিউটার বিভাগের মীর মোশাররফ হোসেন, শাহাব উদ্দিন, ইকবাল আজাদ, অফিস সহকারি মুজিবুর রহমান, শামসুল আলম নান্টু প্রমুখ।
সংবাদ প্রেরক ফরহাদ ইকবাল পরিচালনা সম্পাদক দৈনিক দৈনন্দিন।