হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ……….দু:স্থ মহিলাদের(ভিজিডি) চাউল বিতরনে অনিয়ম, অতিরিক্ত টাকা আদায় ও তদারকি কর্মকর্তাকে নাজেহাল করার অভিযোগে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সচিব মো: রিয়াজুল হককে গতকাল ৩ জুলাই আটক করে রাতে থানায় সোর্পদ করা হয়েছে। এব্যাপারে টেকনাফ উপজেলা সহকারী সমবায় অফিসার মো: নাছির উদ্দিন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেছেন। তাছাড়া এই ঘটনার ব্যাপারে গতকাল ৩ জুলাই ভিজিডি বিষয়ক এনজিও গণস্বাস্থ্যের স্থানীয় কর্মকর্তা আবুল কালাম ও সহকারী সমবায় অফিসার মো: নাছির উদ্দিন পৃথক ২টি অভিযোগ টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে দাখিল করেছেন। অভিযোগে বলা হয়- ২ জুন বাহারছড়া ইউনিয়নে ভিজিডি চাউল বিতরণ কালে ইউপি সচিব মো: রিয়াজুল হক দু:স্থ মহিলাদের জনপ্রতি ২৩ কেজি ৪০০ গ্রাম চাউলের স্থলে ২২ কেজি করে চাউল দিচ্ছিলেন। সেই সাথে পরিবহণ খরচ বাবৎ জনপ্রতি ৪০ টাকা করে জোর পূর্বক আদায় করছিলেন। এই ইউনিয়নের তদারকি অফিসারের দায়িত্বে রয়েছেন- উপজেলা সমাবায় কর্মকর্তা মো: বখতেয়ার কামাল। তিনি ছুটিতে থাকায় ভিজিডি কার্যক্রম তদারক করতে যান সহকারী সমবায় অফিসার মো: নাছির উদ্দীন। তিনি ইউপি সচিবের এসব কাজ বন্দ, দু:স্থ মহিলা থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরৎ দিতে পরামর্শ এবং অনিয়ম বন্দ না করলে মাষ্টার রোল ও বিতরণ রেজিষ্টার দস্তখত করবেনা বলে জানালে ইউপি সচিব ক্ষিপ্ত হয়ে সহকারী সমবায় অফিসারকে নাজেহাল, মারধর করতে উদ্যত এবং জোরপূর্বক স্বাক্ষর আদায়ে বাধ্য করেন। এদিকে গতকাল ৩ জুলাই বিকালে উপজেলা খাদ্য গুদাম থেকে বন্যার্থদের জন্য বরাদ্দকৃত খয়রাতি চাউল(ভিজিএফ) উত্তোলন করতে ইউপি সচিব মো: রিয়াজুল হক বাহারছড়া থেকে টেকনাফ আসেন। চাউল উত্তোলন শেষে ফেরার সময় উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। অভিযোগের যাবতীয় প্রমাণাদির কাজ সম্পন্ন করে রাতে তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে ইউএনও অফিস সূত্রে জানা গেছে। এব্যাপারে যোগাযোগ করা হলে ইউপি সচিব মো: রিয়াজুল হক জানান- চেয়ারম্যান সাহেবের পরামর্শ মতে এই অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় ট্রাকের পরিবর্তে জীপ যোগে চাউল পরিবহণ করতে হয়েছে। এতে পরিবহণ খরচ বেড়ে গিয়েছে। এদিকে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে উক্ত ইউনিয়নের ১ও ২ নং ওয়ার্ডের দু:স্থ মহিলারা তাদের চাউল নিতে আসেনি বলে জানা গেছে। প্রসঙ্গত: উল্লেখযোগ্য গত ৩০ জুন উক্ত ইউনিয়নে সাম্প্রতিক পাহাড়ী ঢলে বিধ্বস্থ সড়ক এবং এলসিএস প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে ইউপি চেয়ারম্যান মাও: হাবিবুল্লাহ কক্সবাজার জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে টেকনাফ উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মো: আমিন উল্লাহকে জনসমক্ষে নাজেহাল করেছিলেন। মাত্র ২ দিনের মাথায় উক্ত ইউনিয়ন পরিষদেরই সচিবের হাতে নাজেহাল হলেন সহকারী সমবায় অফিসার। দু’ জনই সরকারী দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।#############
Leave a Reply