মধ্যপ্রাচ্যে দুবাই হচ্ছে সবচেয়ে ব্যয়বহুল নগরী। কিছু কিছু ক্ষেত্রে এ নগরীর জীবনযাত্রার ব্যয় বিশ্বের অন্যান্য ব্যয়বহুল নগরীর চেয়ে অনেক বেশি।
রোববার সুইস ব্যাংক ইউবিএস প্রকাশিত জীবনযাত্রার ব্যয় সংক্রান্ত এক জরিপ থেকে একথা জানা যায়। বাড়ি ভাড়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নিউ ইয়র্ক ও জুরিখ নগরীর মতো দুবাইয়ের অবস্থান শীর্ষে।
বিশ্বের বিভিন্ন দেশের গড় বাড়ি ভাড়ার তুলনায় এই তিনটি নগরীতে মাসিক বাড়ি ভাড়া একশ’ শতাংশ পর্যন্ত বেশি। বিশ্বের সবচেয়ে বেশি ঋণদাতা এ প্রতিষ্ঠানের জরিপে আরো দেখা যায়, বিশ্বের অন্যান্য নগরীর তুলনায় নরওয়ের অসলো ও সুইজারল্যান্ডের জেনেভার মতো দুবাই নগরীতে খাদ্যপণ্যের দাম সবচেয়ে বেশি। এ তিন নগরীর একটি দামি রেস্তোরাঁয় তিন পদের খাবার খেতে প্রায় ৯৫ মার্কিন ডলার ব্যয় করতে হয়।
Leave a Reply