মুহাম্মদ তাহের নঈম, টেকনাফ সদর ও পৌর এলাকার সাড়ে ৩ হাজার গরীব,দুস্থ জনসাধারণের মধ্যে ব্যক্তিগত অনুদানের খাদ্যদ্রব্য বিতরণকালে সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন জনগণের জন্য সরকারের উন্নয়ন ও ব্যক্তিগত অনুদান আমি নিজেই জনগণের হাতে পৌঁিছয়ে দিতে বদ্ধপরিকর । সে কারণে এলাকায় মহাজোট সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত হচেছ। সরকারের উন্নয়ন বরাদ্ধ এবং আমার ব্যক্তিগত অনুদান বিতরণ নিয়ে যাতে অনিয়মের কোন ছোঁয়া না লাগে সে লক্ষ্যে আমি নিজেই এসব তদারকি করছি। বিরোধীদল কিংবা স্বার্থান্বেষী মহল যাতে অপ-প্রচার কিংবা দুর্নাম রটাতে না পারে সেজন্য দলের সবাইকে সজাগ থাকতে হবে।
জানাযায়-১৩আগষ্ট সকাল ১০টা হতে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর ইউনিয়ন ও পৌর এলাকার প্রায় সাড়ে ৩হাজার গরীব,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে এমপি বদির অনুদান বিতরণ করেন। তার অনুদানের মধ্যে রয়েছে চাল, গুড়ো দুধ,সেমাই, তৈল ও বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়া ৫শত দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন-টেকনাফ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। #####
Leave a Reply