হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ……….দীর্ঘ ৯ মাস ধরে ‘অবৈধ ম্যানেজিং কমিটি গঠনকে’ কেন্দ্র করে সভাপতি-প্রধান শিক্ষক বনাম অভিভাবক-সাধারণ শিক্ষকদের দ্বন্ধে সৃষ্ট অচলাবস্থা নিরসনের লক্ষ্যে মঙ্গলবার টেকনাফের হ্নীলা হাই স্কুলে অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অচলাবস্থা নিরসনে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
জানা যায়, ৩ জুলাই সকাল ১০টায় স্কুল মিলনায়তনে সিরাজুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অভিভাবক সম্মেলন শুরু হয়। দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা ব্যাপী সম্মেলনে উপস্থিত অধিকাংশ অভিভাবক ও সুধীজন ‘অনিয়মতান্ত্রিকভাবে’ গঠিত ম্যানেজিং কমিটি মেনে নিলেও ‘অনিয়মকারী’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালামকে সরিয়ে নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিযুক্ত করার প্রস্তাব উত্থাপিত হয়। পরে সভাপতি উপস্থিত সকলের সাথে পরামর্শ করে দীর্ঘ ৯ মাসের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কল্পে সুপারিশ পেশ করার জন্য বলা হয়। গঠিত কমিটির সদস্য বৃন্দ হল, স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি ইসলাম সিকদার, শিক্ষানুরাগী ফোরকান আহমদ, শিক্ষক প্রতিনিধি মাস্টার মোহাম্মদ ইউছুপ, অভিভাবক প্রতিনিধি অধ্যপক কফিল আহমদ, আলী হোসাইন, মৌঃএসএম সাইফুল্লাহ, মোহাম্মদ হোছন, ইঞ্জিয়ার রশিদ আহমদ, হেলাল উদ্দিন, মৌঃ শাকের আহমদ ও আবুল হাসেম।
Leave a Reply