হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … র্যাব—১৫ টেকনাফের দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ দুই জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হলেন জাদিমুরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্প ২৬ ব্লক এ—৩ এর বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে সৈয়দ হোসেন (৫৫) ও মুছনি রোহিঙ্গা ক্যাম্প সি ব্লকের বাসিন্দা আজিজুল হকের ছেলে বদি আলম (২০)।
র্যাব—১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ১ ফেব্রুয়ারী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ওমরখাল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জন ব্যক্তিকে দু’টি বস্তাসহ ধাওয়া করে আটক করা হয়। পরে বস্তা দুটি তল্লাশী করে ৯টি এসবিবিএল এবং ১টি ওয়ানশুটারগান জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের তারা দ্বীর্ঘ দিন ধরে অস্ত্র চোরাচালানের সাথে জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##
Leave a Reply