মহেশখালী নিজস্ব প্রতিনিধি-…থাইল্যান্ডে জেলে শ্রমিকদের নেওয়ার জন্য আবেদন তালিকা জমা করতেছে। গত ১২ নভেম্বর মহেশখালী মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মহেশখালীর বিভিন্ন স্তর থেকে জেলে শ্রমিকেরা তাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ ফরম পূরন করে স্থানীয় মেম্বার চেয়ারম্যান সত্যায়িত করে থাইল্যান্ডে জেলে শ্রমিক হিসাবে কাজ করার জন্য আবেদন ফরম পূরন করে তালিকা জমা দিয়েছে। এদিকে মোহাম্মদ সুলতান, পিতা- মৃত হাজী জামাল হোছেন, সাং- আহমদিয়া কাটা, মুদিরছড়া, জালিয়া পাড়া, কবির আহমদ, পিতা- মৃত সাধন আলী, সাং- মুদিরছড়া, জালিয়া পাড়া, ও ঘটিভাঙ্গার, কুতুবজোমের পুটিবিলার মাতারবাড়ীর, ধলঘাট্রা, বড় মহেশখালীর, মহেশখালীর বিভিন্ন স্থর থেকে জেলে শ্রমিকেরা আবেদন তালিকা জমা করতে দেখা গেছে।
Leave a Reply