গণতন্ত্র পুনরুদ্ধার ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালই বিএনপির একমাত্র চ্যালেঞ্জ বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সুনির্দিষ্ট দাবি নিয়ে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি আরো তীব্রতর হবে। এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের ৪ বছরে গণতন্ত্র, অর্থনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের শেষ প্রান্তে। তবে সার্বিক দিক মূল্যায়ন করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এ অচলাবস্থার অবসান করতে চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
পূর্বঘোষিত কর্মসূচি এবং জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি নিয়ে বিএনপির চলমান আন্দোলনের সফলতা কতটুকু—এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপির আন্দোলনে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততাই নির্বাচনের মাধ্যমে তা প্রমাণ করবে। তবে তিনি বলেন, আন্দোলনের তীব্রতা কিছুটা ঢিলেঢালা বা নরম হলেও এর কার্যকারিতা রয়েছে। এর আগে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাতার মাজারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব।
Leave a Reply