*(রিমান্ড শেষে কারাগারে পাঠালো দুদক)ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি ২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন নিজেদের অপরাধ স্বীকার করে দুদকের তদন্ত কর্মকর্তাদের কাছে জবানবন্দি দিয়েছেন। এ কারণে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই এমডি রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে আদালতের মাধ্যমে জেল হাজতে ফেরত পাঠিয়েছে দুদক। আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আর রিমান্ডে রাখার প্রয়োজন নেই বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
দুদক সূত্র জানায়, রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন গত পাঁচদিন রিমান্ডে থাকা অবস্থায় নিজেদের অপরাধ স্বীকার করে দুদকের তদন্ত কর্মকর্তাদের কাছে জবানবন্দি দেন এবং গতকাল সকালে একই জবানবন্দি আদালতে দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন। ফলে, সংশ্লিষ্ট মামলায় রিমান্ডের কার্যক্রম শেষ করতে দুদক কর্মকর্তারা রাজী হন এবং রফিকুল ও মোহাম্মদ হোসেনকে গতকাল দুপুর দুইটায় আদালতের কাছে উপস্থাপন করেন। এক্ষেত্রে রফিকুল আমিনকে ঢাকা মহানগর হাকিম হারুনুর রশিদের আদালতে এবং মোহাম্মদ হোসেনকে সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়। সেখানে তারা লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবান্দি দেন। এবিষয়ে দুদক কর্মকর্তারা জানান, বিপুল পরিমাণ মুনাফা দেয়ার লোভ দেখিয়ে দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে থেকে হাজার হাজার কোটি টাক হাতিয়ে নেয়ার সত্যতা স্বীকার করেন রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন। পরে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে গোপনে দেশে ও বিদেশে সরিয়ে ফেলেন।
গত ১৭ অক্টোবর রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেন গ্রেফতার হন। ১৮ অক্টোবর দুটি মামলায় তাদের বিরুদ্ধে ৯ দিন করে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অর্থ পাচারের অভিযোগে ৩১ জুলাই দুইটি মামলা করে দুদক। রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ এ দুই মামলায় মোট ২৩ জনকে আসামি করা হয়।
Leave a Reply