ডেসটিনির পরিচালকদের গ্রেফতারের চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘‘ডেসটিনি আমাদের দৃষ্টিতে অপরাধ করেছে। কারণ, ডেসটিনি ৮ লাখেরও বেশি মানুষের টাকা আত্মসাৎ করেছে।’’
তিনি বলেন, ‘‘ডেসটিনির পরিচালকরা পলাতক রয়েছেন। তাদের খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করতে দুদক চেষ্টা করছে।’’ তিনি আরও বলেন, যেহেতু তাদের জামিন বাতিল হয়েছে, তাই তারা পলাতক রয়েছেন।
হলমার্ক কেলেঙ্কারির বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, এর প্রতিবেদন এখনও জমা হয়নি। প্রতিবেদন পাওয়া গেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে দুদক।
Leave a Reply