মমতাজুল ইসলাম মনু,…টেকনাফ সড়কের হ্নীলা হোয়াব্রাং রাস্তার মাথায় ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাসে একদল মুখোশধারী যাত্রীদের সর্বস্ব লুট করার খবর পাওয়া গেছে। এ সময় ডাকাতদলের বেধড়ক পিটুনিতে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। ডাকাত দল যাত্রীদের কাছ থেকে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৯ সেপ্টেস্বর রাত দেড়টার দিকে চট্টমেট্রো ব-১১-০৪১৬ নাম্বারের যাত্রীবাহী বাস কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাত্রাকালে হ্নীলা হোয়াব্রাং রাস্তার মাথায় পৌঁছলে সড়কের উপর গাছের গুঁড়ির ব্যারিকেড দেখে চালাক গাড়ী থামায়। এ সময় পূর্ব থেকে উৎপেতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত গাড়ীতে উঠে যাত্রীদের নির্বিচারে পিটিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের ধরতে অভিযান চালায় বলে টেকনাফ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার জানান।
ডাকাত দলের বেধড়ক প্রহারে চালক নুরুস সালামসহ ৫ যাত্রী আহত হয়েছে।
Leave a Reply