হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় প্রথম বারের মতো মিয়ানমার থেকে লবণ আমদানী শুরু হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর ৪৬৫ মেঃ টন লবণ বোঝাই ট্রলার টেকনাফ স্থল বন্দরের বহির্নোঙ্গরে এসে পৌঁছেছে। টেকনাফ স্থল বন্দর কত্তৃপক্ষ ও কাস্টমস সীমান্ত বাণিজ্যের আওতায় লবণ আমদানী করার তথ্য নিশ্চিত করেছেন। টেকনাফ-মংডু সীমান্ত সীমান্ত বাণিজ্যের ১৭ বছরের ইতিহাসে বৈধ পন্থায় এটাই প্রথম মিয়ানমার থেকে লবণ আমদানী। টেকনাফ স্থল বন্দরের জিএম মোঃ আব্দুল মোহাইমেন জানান- লবণের চাহিদা ও ঘাটতি নিরসনে সরকার মিয়ানমার থেকে লবণ আমদানী করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ঢালাও ভাবে অনুমতি দেওয়া হয়নি। মাত্র কয়েকজন আমদানী কারককে অনুমতি দেওয়া হয়েছে। টেকনাফ স্থল বন্দর কাস্টমস সূত্র জানায়- বাণিজ্য মন্ত্রণালয় এনবিআরসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ সিদ্ধান্ত নিয়ে মিয়ানমার থেকে লবণ আমদানী করার অনুমতি দেওয়া হয়েছে। তবে মিয়ানমার থেকে লবণ আমদানী করার মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। লবণবাহী একটি ট্রলার টেকনাফ স্থল বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছার তথ্য নিশ্চিত করে কাস্টমস সূত্র আরও জানায়- আকিয়াব থেকে লবণ বোঝাই ট্রলার ১৯ সেপ্টেম্বর সকালে পৌছলেও সন্ধ্যা পর্যন্ত ইনপোর্ট জেনারেল মানিফেস্টো(আইজিএম)জমা দেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য ও শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোরে আগত সকল প্রকার পণ্যবাহী ট্রলার হচ্ছে মিয়ানমারের। কিন্তু লবণ বোঝাই ট্রলারটি বাংলাদেশী। বাংলাদেশ থেকে ৪টি বড় সাইজের ট্রলার মিয়ানমার গিয়েছে গত কয়েকদিন আগে। তম্মধ্যে ১টি ট্রলার লবণ বোঝাই করে বাংলাদেশে ফিরে এসেছে। অপর ৩টি ট্রলার মিয়ানমারের আকিয়াব ঘাটে লবণ বোঝাইয়ের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। জাহাজ গুলো আগামী কয়েকদিনের মধ্যে লবণ নিয়ে বাংলাদেশে ফিরে আসবে। গতকাল ২০ সেপ্টেম্বর বিকালে সরজমিনে টেকনাফ স্থলবন্দরে গিয়ে দেখা যায়- বহির্নোঙ্গরে লবণবাহী বাংলাদেশী জাহাজটি নাফনদীতে রয়েছে। ##############
Leave a Reply