হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ…….সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে আমদানীকৃত ও ইনপোর্ট জেনারেল ম্যানিফেস্টু(আইজিএম) দাখিলকৃত ১০ কোটি টাকা মূল্যের পণ্যসহ পালিয়ে যাওয়া জাহাজ ২টি ফিরে এসেছে। গতকাল ১ জুলাই টেকনাফ স্থল বন্দর এর মহা-ব্যবস্থাপক মো: আব্দুল মোহাইমেন পালিয়ে যাওয়া জাহাজ ২টি ফিরে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান- জাহাজ ২টি ফিরে আসার পরপরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জাহাজের মালামাল দ্রুত খালাস করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে পণ্যবাহী জাহাজ ২টি ফিরে আসায় টেকনাফ সীমান্তের ব্যবসায়ী মহলে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। উল্লেখ্য, ১২ জুন পণ্য বোঝাই জাহাজ দু’টি টেকনাফ স্থল বন্দর থেকে পালিয়ে গিয়েছিল। এবং সেদিনই টেকনাফ সিএন্ডএফ এজেন্ট এজন্য বন্দর কত্তৃপক্ষকে দায়ী এবং ক্ষতিপূরণ দাবী করে লিখিত অভিযোগ তুলে বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছিল। ১৪ জুন ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লি: এর মহা-ব্যবস্থাপক আব্দুল মোহাইমেন স্মারক নং ইউএলপিটিএল/সিএন্ডএফ/টেক/কক্স/২০১২/০৩ মূলে জবাব দিয়েছেন। এতে ১০টি প্যারা বা দফাওয়ারী যুক্তিপ্রমাণে সিএন্ডএফ এজেন্ট কত্তৃক উত্থাপিত অভিযোগসমূহ খন্ডন করে সত্য নয় এবং ক্ষতিপূরণের দাবী ভিত্তিহীন ও অমূলক বলে দাবী করেছিলেন। উক্ত চিঠির পর গতকাল ১৭ জুন টেকনাফ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন চট্রগ্রাম কাস্টম্স ও ভ্যাট কমিশনার বরাবরে আরও একটি চিঠি প্রেরণ করে। এতে বলা হয়- কাস্টম্স এক্সাসাইজ ও ভ্যাট কমিশণারেট চট্রগ্রাম এর স্থায়ী আদেশ নং-০২/২০০৩ তারিখ ০৬/১১/২০০৩ এর ধারা ১.১.১ অনুযায়ী ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লি: নামীয় প্রতিষ্ঠান পোর্ট অপারেটর হিসাবে বিওটি চুক্তির ভিত্তিতে আমদানী ও রপ্তানী পণ্য গ্রহণ এবং ডেলিভারী দেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত। কিন্তু পোর্ট অপারেটর ১০ ও ১১ জুন নিজেদের ইচ্ছায় বন্দরের প্রধান ফটক তালাবদ্ধ করে বন্দরের যাবতীয় কার্যক্রম বন্দ রেখেছিল। মেসার্স নুর খালেদা এন্টারপ্রাইজের মালিক মো: ইছমাইল, মেসার্স আল-মদীনা ষ্টোরের মালিক নাজমা আক্তার, মেসার্স মীম এন্টারপ্রাইজের মালিক আব্দুচ্ছালাম, মেসার্স মা এন্টারপ্রাইজের মালিক আব্দুর রশিদ ও মেসার্স আফাইতা এন্টারপ্রাইজের মালিক মোজাফ্ফর আহমদ এই ৫ জন আমদানীকারক সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে ২টি জাহাজ যোগে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানী করে। পণ্যের মধ্যে ছিল- মাসকলাই, পেলং, সীমের বিচি, শুটকি, আচার, তেতুল বিচি ইত্যাদি। ########
Leave a Reply