একটি মার্কিন প্রতিনিধি দল টেকনাফ স্থল বন্দর পরির্দশন করেছেন। বন্দর কর্তৃপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ বৈঠকে সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিষিদ্ধ হয়।
১৬সেপ্টেম্বর দুপুরেএটকনাফ স্থলবন্দরে পৌছে মার্কিন প্রতিনিধি দলটি বন্দর ঘুরে-ফিরে দেখেন। এরপর বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়। উক্ত বৈঠকে বন্দরের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। উক্ত প্রতিনিধি দলে ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা হেদার এন, জ্যাকবসন, নেইল ক্রুমাস, সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী মাসুম, ওয়াশিংটন ডিসির শক্তি ও পরিবেশ অর্থনীতি বিভাগের কর্মকর্তা জেনিফার। বৈঠকে টেকনাফ উপজেলা নিবাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামূল, স্থল বন্দরের জিএম আব্দুল মোহাইমেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ বৈঠকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রবেশে বাঁধা দেওয়ায় সংবাদকর্মীদের মসধ্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। #####হধভহবংিহধভহবংি
Leave a Reply