নুর হাকিম আনো
য়ার ,টেকনাফ
টেকনাফে কোস্টগার্ড বাহিনীর অভিযানে শুটকী আড়ালে আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দের ঘটনায় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করেছে। ১নভেম্বর সকাল ৯টায় টেকনাফ কেরুণতলী নামক স্থানে নাফ নদীতে বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে দুটি ট্রলার বোঝাই মিয়ানমার থেকে টেকনাফ বন্দরে আমদানি করা শুঁটকি মাছের সাথে ২৬৬ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা নাফনদী দিয়ে বন্দরের দিকে আসা ট্রলারটি চ্যালেঞ্জ করলে কৌশলে লোকজন পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি তল্লাশী চালিয়ে ১৯০ কার্টন ক্লিংকন, ৪৭ কার্টন জিট ও ২৯ কার্টন ব্লু-ডায়মন্ড নামক আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে। জব্দকৃত ২৬৬ কার্টন সিগারেট ও আমদানি করা ২০ মে. টন শুটকী মূল্য ২৬ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানান কোস্টগার্ড কমকর্তারা। জব্দকৃত সিগারেট, শুঁটকি মাছসহ ট্রলারটির বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী মালিকবিহীন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার সাব লেঃ মো. ফয়েজুল কবির। তিনি আরো জানান,শামশুল আলম নামক আমদানি কারক প্রতিষ্ঠান বৈধ শুঁটকির সঙ্গে এসব অবৈধ সিগারেট আনে।এতে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেকনাফ স্থল বন্দর ও ওঠনী নামক স্থানে টেকনাফ Ñককসবাজার সড়ক অবরোধ করে রাখে। এতে টেকনাফ কক্সবাজার সড়কে উভয়মূখী যানবাহন চলাচল সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে পড়ে।সাধারণ যাত্রী ও পর্যটকেরা দীর্ঘ ৪ কিলোমিটার পাঁয়ে হেটে দমদমিয়ায় ককসবাজার মূখী বাসে ওঠে। এদিকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন স্থল বন্দরের কর্তৃপক্ষদের সাথে স্থল বন্দরে বৈঠকে বসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের কোন সুরাহা হয়নি।
Leave a Reply