হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ……….একাধারে দেড় সপ্তাহ বন্ধ থাকার পর ৯০ মেঃ টন হিমায়িত মাছ নিয়ে সীমান্ত বানিজ্যের আওতায় মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে ভিড়েছে একটি জাহাজ। ১৮ জুন টেকনাফ স্থল বন্দর কাস্টম্স বিষয়টি নিশ্চিত করে জানায় ১৭ জুন বিকালে এই জাহাজ টেকনাফ স্থল বন্দরে পৌঁছলেও প্রয়োজনীয় আনুষ্টানিকতা সম্পন্ন করে ১৮ জুন আইজিএম দাখিল করেছেন। এ মাছের আমদানী কারক হচ্ছেন মেসার্স এমকে ট্রেডিং। এদিকে শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোর দিয়ে একই দিন গবাদী পুশু আমদানী হলেও ১৮ জুন এ রিপোর্ট লেখা পর্যন্ত করিডোর দিয়ে গবাদী পশু আমদানী হয়নি। তবে দীর্ঘ দেড় সপ্তাহ একটানা বন্ধ থাকার পর একইদিনে শাহপরীরদ্বীপ ক্যাডল করিডোর দিয়ে গবাদী পশু আমদানী এবং টেকনাফ স্থল বন্দরে ৯০ মেঃটন হিমায়িত মাছ বোঝাই একটি জাহাজের আগমনে ঝিমিয়ি পড়া ব্যবসায়ীদের মধ্যে অনেকটা আশার সঞ্চার হয়েছে। প্রসংগত- গত ৮ জুন মিয়ানমারে সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে টেকনাফ স্থল বন্দরে কোন পন্যের জাহাজ ভিড়েনি। ####
Leave a Reply