তাহেরা আক্তার মিলি,টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাদের মানবিক সহায়তা দিয়ে স্বদেশের উদ্দেশ্য পুশব্যাক করা হয়।টেকনাফ ৪২ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জাহিদ হাসান জানান, মঙ্গলবার ভোররাত ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ে সংশ্লিষ্ট বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে হ্নীলা, সদর ও শাহপরীরদ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ২০ রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে দুপুর ১২টায় তাদের ফেরত পাঠিয়েছে । অপরদিকে টেকনাফ সদরের নতুন পল্লান পাড়ার সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৯৭ ক্যান বিয়ার ও ২ বোতল কান্টি ড্রাইজিন মদ ও টেকনাফ সদর বিওপি ৫হাজার ঔষধ ও ৬হাজার গেজ্ঞি এবং দমদমিয়া বিওপি ৬১ কেজি পিয়াজ ১৬ প্রকার ঔষধ জব্দ করেছে বলে বিজিবির৪২ সদর দপ্তর সূত্রে জানিয়েছে।
টেকনাফের সাংবাদিকরা চাইলে দেকি সব পারেন!!!!! শেষ মেষ তাহেরা কেউ এই লাইনে নিয়ে এলেন ! বাংলায় একটা কথা আছে না ………………….. !!!!!!!!! বেচারীর বোধ হয় খুব শখ ছিলো সাংবাদিক হওয়ার,এ বার বোধ হয় ……………………………………………………………………………………….