নজির আহমেদ সীমান্ত,টেকনাফ…..….মিয়ানমার মংডু এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে সৃষ্ট দাঙ্গার প্রভাবে এতদিন ট্রলার যোগে রোহিঙ্গারা টেকনাফ উপকুলের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ঢালাও ভাবে অনুপ্রবশের চেষ্টা করলেও গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা বুঝাই করে কোন ট্রলার আসেনি। তবে বিচ্ছিন্ন ভাবে ৪/৫জন করে অনুপ্রবেশ করছে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে। গত বুধবার রাত ৯ টা থেকে ৫টা পর্যন্ত ১৬জন রোহিঙ্গাকে অনুপ্রবেশ কালে আটক করেছে বিজিবি। গতকাল দুপুর সাড়ে ৪ টায় টেকনাফ সদর ভিওপি থেকে ১০জনকে পুশব্যাক করা হয়েছে। অপর ৬জন শিশু মহিলা হওয়ায় মানবিক কারণে তাদেরকে বৈরি আবহাওয়ায় পুশব্যাক করা হয়নি। সাগরের অবস্থার উন্নতি হলে তাদেরকে ফেরত পাঠাবে বলে জানিয়েছে বিজিবি। অপরদিকে আকিয়াব এলাকার ১৬জন রোহিঙ্গা গতকাল পর্যন্ত পুশব্যাকের অপেক্ষায় রয়েছে টেকনাফ ৪২ বর্ডার গার্ড শাহপরীরদ্বীপ ক্যাম্পে। ৪২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান-রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি এখন আর পূর্বের মত ঢালাও ভাবে ট্রলারে করে আসছে না কারণ বিজিবির একাধিক টিম শক্তিধর চার্জ লাইট সম্পন্ন নৌ-যান নিয়ে নাফ নদীতে নজরধারীতে রেখেছে। তারপরও রোহিঙ্গারা কৌশলে বিচ্ছিন্ন ভাবে সীমান্তে অনুপ্রবেশ করছে। এসব রোহিঙ্গারা লোকাল হয়ে মিশে যাওয়ার পূর্বে আটক করে ফেরত পাঠানো হচ্ছে। গতকাল সকাল থেকে টেকনাফ স্থল বন্দর ও শাহপরীরদ্বীপ কলিডুরের কার্যক্রম শুরু হয়েছে।
Leave a Reply