মমতাজুল ইসলাম মনু টেকনাফ…সীমান্ত উপজেলা টেকনাফ সদর থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশকালে আরো ৪৮ মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার রাত ৮টায় বিজিবি টেকনাফ সদর বিওপির নিয়মিত একটি টহল দল গোপন সংবাদ পেয়ে প্রথমে টেকনাফ সদরের নাইট্যং পাড়া থেকে ২৭ জন ও কে কে খাল থেকে ২১ জন সহ মোট ৪৮ জনের একটি বড় বহর আটক করে। আটককৃত রোহিঙ্গারা মিয়ানমার থেকে নাফনদী সীমানা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে অবৈধভাবে বসবাসের চেষ্টা করছিল বলে জানিয়েছে অভিযানকারী বিজিবি টহল দল। পরে আটককৃত রোহিঙ্গাদেরকে একই পয়েন্ট থেকে খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে রাত দেড়টায় স্বদেশে ফেরত দিয়েছে বলে নিশ্চিত করেছেন ৪২ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল জাহিদ হাসান। ===
Leave a Reply